ঢাকা: ইরানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ড. মেহেদী সাফারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তারা এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকারে উপমন্ত্রী দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করতে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে বাংলাদেশ এবং ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন ও বাণিজ্য প্রতিনিধি দলের আরও সফরের আহ্বান জানান। তারা আইওআর ‘র অধীনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আইওআরএ' তে অংশগ্রহণের জন্য উপমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
টিআর/আরআইএস