ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
২ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও দোহার এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে আলিফ ও জনি নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে চক্রের মূলহোতা রনি ও রাব্বিকে ঢাকার দোহার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আলিফ, মো. জাহিদুল ইসলাম জনি, মো. শহিদুল ইসলাম রনি ও সোলাইমান হোসেন রাব্বি।

ডিবি ওয়ারী বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, রাজধানীর গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্ত করা হয়। এটি করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে দোহার জয়পাড়ার মাসুদ এন্টারপ্রাইজের একটি ফাঁকা জায়গা থেকে চুরি হওয়া জিক্সার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল-২২-৩২৬৮) গাড়িটি জব্দ করা হয়।

তখন সেখান থেকে আরও একটি রেজিস্ট্রেশনবিহীন এফজেড-এস (ইঞ্জিন নং-2CK1003272, চেসিস-ঘষামাজা) মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় চক্রের দুই মূলহোতাকেও গ্রেফতার করা হয়।

ডিএমপির গেন্ডারিয়া থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।