ঢাকা: রাজধানীর বংশালে লেগুনা গাড়ির ধাক্কায় আহত সালমা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, বয়স্ক সালমা আক্তার মোগলটুলি থেকে হেঁটে মেয়ে-জামাইয়ের বাসায় যাওয়ার পথে বংশাল নর্থসাউথ রোডে ওই দুর্ঘটনার শিকার হন। পরে আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ সাউথ রোড এলাকায় একটি লেগুনা গাড়ির ধাক্কায় সালমা আক্তার নামে ওই নারী আহত হন। লোকজন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) ভোরের দিকে তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের মেয়ে-জামাই মো. মনির জানান, তার শাশুড়ি সালমা আক্তারের স্থায়ী ঠিকানা পুরান ঢাকার মোগলটুলি এলাকায় হলেও তিনি বসবাস করতেন বংশাল মালিটোলা এলাকায়। তার স্বামীর নাম মৃত আবু মিয়া।
এদিকে, ঘটনার পর পরই লেগুনা জব্দসহ তার চালককে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এজেডএস/এনএস