ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রাথমিকে সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
প্রাথমিকে সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ এর ব্যানারে মানববন্ধন / ছবি: ডিএইচ বাদল

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের বর্তমান শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন চূড়ান্ত নিয়োগপ্রত্যাশীরা।

রোববার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ এর ব্যানারে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে নিয়োগপ্রত্যাশীরা বলেন, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে লাখ লাখ চাকরিপ্রত্যাশী এতে আবেদন করেন। পরে লিখিত ও মৌখিকসহ তিন ধাপে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন প্রায় এক লাখ ৫২ হাজার চাকরি প্রত্যাশী। কিন্তু গত দুই বছরেও তাদের নিয়োগ দেওয়া হয়নি।

তারা আরও বলেন, বিজ্ঞপ্তি অনুসারে শূন্যপদের বিপরীতে সহকারী শিক্ষক নিয়োগের কথা ছিল। বর্তমানে ৬০ হাজারের বেশি শূন্যপদও রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ নিয়োগ দিতে চাইছে মাত্র ৩২ হাজার ৫৭৭ জনকে। অথচ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৮ হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও বলেছিলেন ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা।

তারা বলেন, প্রাথমিকের প্রচলিত নিয়ম অনুসারে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতি তিনজনে একজন নিয়োগ দেওয়ার কথা। এখন ৩২ হাজার ৫৭৭ জন নিয়োগ দিলে তা হবে প্রতি পাঁচজনে একজন। এতে বিপুল পরিমাণ মেধাবী চাকরিপ্রত্যাশী বেকারত্বের মুখে পড়বে।

তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান সুষ্ঠু করতে বর্তমান শূন্যপদের বিপরীতে সর্বোচ্চ নিয়োগের দাবি জানান তারা।

‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’ এর আহ্বায়ক মোবারক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, রবিউল ইসলাম, সচিব রুহুল আমিন, মহসিন, দপ্তর সম্পাদক মোস্তাফিজসহ চাকরি প্রত্যাশীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।