ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড গড়তে থাকবেন প্রবাসীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাওয়ার রেকর্ড গড়তে থাকবেন প্রবাসীরা

নিউইয়র্ক: আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ১১ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজনে সামিল হতে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসীদেরও আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।



ওই দিন ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার উদ্যোগে সামিল হতে এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।  

এর মাধ্যমে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’ এ বাংলাদেশের নাম সংযোজনের পরিকল্পনা সফলতা পাবেই বলে মনে করছে স্থায়ী মিশন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে এ ২৬ শে মার্চ ওই গণ জমায়েত অনুষ্ঠিত হবে।

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংস্কৃতি মন্ত্রীর সভাপতিত্বে এক আন্ত মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্স বার্তায় স্থায়ী মিশনকে বিষয়টি জানানো হয়।

মিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই সভায় প্রবাসে বসবাসরত সকলকে দেশপ্রেমে উদ্বুব্ধ হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচী নেওয়ার অনুরোধ জানানো হলো।

বাংলাদেশ সময় ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ