নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ (এনওয়াইবিডি) প্রেসক্লাবের দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত কমিটি। জ্যাকসন হাইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী মিলনায়তনে স্থানীয় সময় ২৩ ফেব্রুয়ারি বিকেলে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গতবারের সাধারণ সম্পাদক আবু তাহের এবং সাধারণ সম্পাদক হয়েছেন এবিএম সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকায় অবস্থিত জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম ফাজলে রশীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৫৩৬ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪