নিউইয়র্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সমুন্নত করার মাধ্যমে প্রকৃত অগ্রগতি সম্ভব। সব ধর্ম ও বর্ণের অধিকার যাতে নিশ্চিত হয় সেজন্য যুক্তরাষ্ট্র ও তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রোববার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যুক্তরাষ্ট্র শাখা এ মতবিনিময় সভার আয়োজন করেন।
তিনি বলেন, বাংলাদেশের অতীত ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস। আমি সবাইকে সেখানে শান্তিতে বসবাস করতে দেখেছি।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কলম্বিয়া বিশ্ববিদ্যাল উপাচার্য ড. ডিজেন ভট্রাচার্য। সভায় বাংলাদেশে সংখ্যালুঘ নির্যাতনের ওপর দুইশ পাতার একটি স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশসময়: ২২৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪