ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

প্রথম স্টেম প্রতিযোগিতার বিচারক মিস আমেরিকা

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, মে ৬, ২০১৪
প্রথম স্টেম প্রতিযোগিতার বিচারক মিস আমেরিকা

নিউইয়কর্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ‘সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ’ (স্টেম) বিষয়ে প্রথমবারের মত প্রতিযোগিতার আয়োজন করেছেন নিউইয়র্কের প্রথম এশীয় বংশোদ্ভূত কংগ্রেস ওম্যান এবং কংগ্রেসের ফরেন রিলেশন কমিটির সদস্য গ্রেস মেং। প্রতিযোগীদের জন্য সবচেয়ে বড় উৎসাহের খবর এ প্রতিযোগিতায় বিচারক থাকবেন মিস আমেরিকা নিনা দেবালান।

নিনাই প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, যিনি মিস আমেরিকা খেতাব জিতেছেন।

গ্রেস মেং’র উদ্যোগে যুক্তরাষ্ট্র কংগ্রেস’র সিদ্ধান্তে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রব্যাপী আয়োজিত স্টেম প্রতিযোগিতার শিরোনাম ‘দ্য হাউজ স্টুডেন্ট অ্যাপ চ্যালেঞ্জ’।

এ প্রতিযোগিতায় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা মোবাইল ফোন, ট্যালেট বা কম্পিউটার’র জন্য নতুন নতুন অ্যাপ্লিকেশন উদ্ভাবনের মাধ্যমে তা প্রদর্শন করবে।

প্রতিযোগিতায় বিজয়ী অ্যাপ্লিকেশনটি যুক্তরাষ্ট্র কংগ্রেস’র ওয়েবসাইট এবং ওয়াশিংটনের ‘স্পেশাল ইউএস ক্যাপিটাল এক্সিবিশন’-এ প্রদর্শিত হবে। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই যুক্তরাষ্ট্র কংগ্রেসের সনদ লাভ করবে।

কংগ্রেস ওম্যান গ্রেস মেং’র প্রেস কর্মকর্তা গোল্ডেস গর্ডন বাংলানিউজকে জানান, মিস আমেরিকা নিনা দেবালান কেবল মাত্র কংগ্রেস ওম্যান গ্রেস মেং’র এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণকারীদের বিচারক থাকবেন। পরবর্তী পর্যায়ে  কংগ্রেস ওম্যান গ্রেস মেং‘র প্রতিযোগিতা বিষয়ক উপদেষ্টা ও অলাভজনক সংগঠন কুইন্স কোয়ালিশনের প্রতিষ্ঠাতা জুকে সু বিচারকের দায়িত্ব পালন করবেন।

গোল্ডেস জানান, ‘মিস আমেরিকা নিনা দেবালান বলেছেন, প্রথম কংগ্রেশনাল স্টেম প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন।

কংগ্রেস ওম্যান গ্রেস মেং এ প্রতিযোগিতার বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই অঙ্গনে আগ্রহীদের জন্য একজন ‘রোল মডেল‘ মিস আমেরিকা নিনা দেবলান স্টেম এর পক্ষে কাজ করছেন ।

তিনি বলেন, বিচারক হিসেবে তার সহযোগিতা ও সম্পৃক্ততা কুইন্স এলাকার মেধাবীদের বিকশিত হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতায় আগ্রহীদের আরও তথ্যের জন্য http://meng.house.gov/services/stem-competition   ওয়েব ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিযোগীদের ইউটিউব অথবা ভিমিয়ো ভিডিও ফরম্যাটে তাদের উদ্ভাবিত  ‘অ্যাপ্লিকেশন’  উপস্থাপন করতে হবে। অবশ্যই সেগুলো মৌলিক কাজ হতে হবে। একজন অথবা চার জনের দল হিসেবে প্রতিযোগীরা অংশ গ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণের শেষ সময় সীমা ৩০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এরপর এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম জুনে ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ