ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

ফিরোজা বেগমের মৃত্যুতে ড.এ.কে আব্দুল মোমেনের শোক

নিউইয়র্ক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
ফিরোজা বেগমের মৃত্যুতে ড.এ.কে আব্দুল মোমেনের শোক ফিরোজা বেগম

উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন।
 
এক শোক বিবৃতিতে তিনি ফিরোজা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


 
ফিরোজা বেগম বাংলাদেশ স্থানীয় সময় ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ড.এ.কে আব্দুল মোমেন তার শোক বাণীতে একজন নজরুল সংগীত ভক্ত হিসেবে স্মৃতিচারণ করে বলেন, একবার যুক্তরাষ্ট্রের বোস্টনে তার সংগীত আসরে দেখেছি নজরুল সংগীতের মাধ্যমে তিনি পুরো হলরুম স্তব্ধ করে দিয়েছিলেন সেখানে যতক্ষণ তিনি গান পরিবেশন করছিলেন ততক্ষণ পিনপতন শব্দ পর্যন্ত হয়নি। তিনি ছিলেন নজরুল সংগীতের যাদুকর। নজরুল সংগীত চর্চা ও গবেষণার ক্ষেত্রে তার অবদান জাতি আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

ড. মোমেন আরো বলেন, ফিরোজা বেগমের মৃত্যুতে জাতি একজন প্রতিভাধর সংগীত শিল্পীকে হারালো। তার মৃত্যুতে দেশের সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। তিনি তার কর্মের মাধ্যমে সকলের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

বাংলাদেশ সময় ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ