ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্ক

একুশেপদকপ্রাপ্ত ড. মনসুর খান আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
একুশেপদকপ্রাপ্ত ড. মনসুর খান আর নেই ড. মনসুরুল আলম খান

নিউইয়র্ক: একুশে পদকপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশি ড. মনসুরুল আলম খান আর নেই। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

নিউইয়র্কে স্বনামধন্য খান টিউটোরিয়ালসের প্রতিষ্ঠাতা ছিলেন ড. মনসুর খান।

২০১২ সালে একুশে প্রদকে ভূষিত হন এই প্রোথিতযশা শিক্ষাবিদ।

ড. মনসুর খান ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে খান্স টিউটরিয়ালের প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাঙ্গালী ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন, যার মাধ্যমে মূল ধার‍ার ছেলে মেয়েদের সংগে প্রতিযোগিতা করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় বাংলাদেশিরা।

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ