ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশে আসতে পারেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
বাংলাদেশে আসতে পারেন কংগ্রেসওম্যান গ্রেস মেং

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফরেন রিলেশন কমিটির অন্যতম সদস্য কংগ্রেস ওম্যান গ্রেস মেং বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেছেন। এছাড়া তিনি পোশাক শিল্পের মালিকপক্ষ ও কর্মীদের মধ্যে আরও খোলামেলা ও ঘনিষ্ঠ সংলাপ প্রত্যাশা করেছেন।



নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসে নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলীয় সদস্য গ্রেস মেং বাংলাদেশের জিএসপি বিষয়ে সংশ্লিষ্ট হাউজ কমিটির শুনানিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
গত জুলাইয়ে বাংলাদেশের জিএসপি পূনর্বহালের বিষয়টি এ বছরেরই ডিসেম্বরে রিভিউ করার প্রতিশ্রæতি দিয়েছিল ওবামা প্রশাসন।   

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন স্থানীয় সময় শুক্রবার কংগ্রেসওম্যান গ্রেস মেং এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কংগ্রেসওম্যান মেং বাংলাদেশ সফরে তার আগ্রহের কথা জানান।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের জিএসপি পূনর্বহালের বিষয়টি বিবেচনায় কংগ্রেসওম্যান গ্রেস মেংসহ যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাকে হালকা করে দেখার সুযোগ নেই।

রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে মার্কিন এই আইন প্রণেতা বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অত্যন্ত আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময় গৃহীত পদক্ষেপের উল্লেখযোগ্য ও দৃশ্যমান প্রভাব সম্পর্কে কাছে জানতে চান। এ প্রেক্ষিতে রাষ্ট্রদূত পোশাক শ্রমিকদের পেশাগত নিরাপত্তা এবং শ্রম অধিকার নিশ্চিতকরণের জন্য বর্তমান সরকারের কর্মসূচি কিভাবে পরিচালিত হচ্ছে, রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম যেমন আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক কর্মসূচি, বিশেষ প্রোগ্রাম চালুকরণ, অগ্নিনির্বাপণ ও ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কার্যক্রমগুলোর পর্যবেক্ষণ ও মনিটরিং সম্পর্কে অবগত করেন- জানান শামীম আহসান।

এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশটির সামাজিক অগ্রযাত্রায় বিশেষত নারী ক্ষমতায়নে ব্যাপক মাত্রায় প্রভাব রাখছে উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত এ অভিযাত্রাকে বেগবান করার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

কংগ্রেসওম্যানের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান ও দূতাবাসের এনডিসিও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ