ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

নিউইয়র্ক

জাতিসংঘে বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

শিহাবউদ্দীন কিসলু ,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
জাতিসংঘে বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের সামান্থা পাওয়ার

নিউইয়র্ক: বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার।

জাতিসংঘ পুলিশ বাহিনীর বিষয়ে সিকিউরিটি কাউন্সিলের প্রথম সভায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

 

বৃহস্পতিবার সিকিউরিটি কাউন্সিলের সভায় প্রথম সভাতেই  শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের পাঠানোর সরকারি সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ইতোমধ্যে, সদ্য গঠিত তিনটি জাতিসংঘ পুলিশ ইউনিটে সাড়ে তিনশ বাংলাদেশি এবং নেপালি পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন। জাতিসংঘের ৫০০ পুলিশ কর্মকর্তার সঙ্গে সাউথ সুদানের নয়টি ক্যাম্পে তারা প্রায় একলাখ গৃহহীনদের সহায়তা করছেন।

জাতিসংঘ পুলিশ বাহিনী মানবাধিকার, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং স্বচ্ছতায় আইন-শৃঙ্খলা, স্থানীয় প্রশাসনে প্রশিক্ষণসহ আরো বৃহত্তর পরিসরে কাজ করতে পারে মত প্রকাশ করে তিনি বলেন, জাতিসংঘ পুলিশ বাহিনীকে অবশ্যই নেতৃত্বের ভূমিকায় আসতে হবে।  

তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে জনসাধারণের নিরাপত্তাই প্রধান ম্যান্ডেট।

মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, বাংলাদেশ এবং চীন, ফিনল্যান্ড, মঙ্গোলিয়া, নেপাল এবং রুয়ান্ডা সম্প্রতি জাতিসংঘ বাহিনীতে আরো পুলিশ সদস্য পাঠানোর যে ঘোষণা দিয়েছে, তা খুবই প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪/আপডেটেড: ১৭১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ