ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

নিউইয়র্ক

ওয়াশিংটনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ওয়াশিংটনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঢাকা: ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২১ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াশিংটনের দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে বক্তব্যে মোহাম্মদ জিয়াউদ্দিন ভাষা আন্দোলনে শহীদ রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউরসহ সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এসময় তিনি ভাষা আন্দোলনসহ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও শ্রদ্ধাভরে  স্মরণ করেন।

আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরদিন রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আরেকটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ