ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

মুহাম্মদ আলীর স্মরণ সভায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ১২, ২০১৬
মুহাম্মদ আলীর স্মরণ সভায় বাংলাদেশ

ঢাকা: গ্লোবাল আইকন বক্সিং লিজেন্ড মুহাম্মদ আলীর স্মরণ সভায় অংশ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলা শহরের কেএফসি ইয়াম সেন্টারে অনুষ্ঠিত স্মরণ সভায় বাংলাদেশের পক্ষে দেশটির বাংলাদেশ দূতাবাসের মিশন ‍উপপ্রধান মাহবুব হাসান সালেহ অংশ নেন।

রোববার (১২ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ০৯ জুন বিকেলে মাহবুব হাসান সালেহ সেন্টারটির নির্ধারিত স্থানে মুহাম্মদ আলীর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শুক্রবার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বক্সিং কিংবদন্তী মোহাম্দ আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর আগে মুহাম্মদ আলীর মরদেহ বহনকারী কফিনের গাড়ি শহরের কয়েকটি স্থান প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ