ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বোস্টন (ম্যাসাচুসেটস) থেকে: ঠিক চতুর্থ দিনে এসে একটি ভোটের বিলবোর্ড চোখে পড়লো। নিউইয়র্ক থেকে বাসে চেপে পাঁচ ঘণ্টা যাত্রার পর বোস্টনের সাউথ স্টেশনে নামলে সামারভিলের টানেল পাড়ি দিয়েই গাড়ি উঠবে জাকিম ব্রিজে।

 

এই ব্রিজেরই এক ধারে সারি বেঁধে বিলবোর্ডে নানা পণ্যের বিজ্ঞাপন। তারই মধ্যে একটিতে এক ঝলক চোখে পড়লো 'ভোট আর্লি বোস্টন'।  

যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে এটাই প্রথম বিলবোর্ড, যা চোখে পড়লো।  

বোস্টনে বাংলাদেশি যুবক মুশফিকুর রহমান গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চেলসির দিকে। তিনি জানালেন, ২৪ অক্টোবর থেকে ম্যাসাচুসেটসের রাজধানী শহরে আর্লি ভোট শুরু হয়েছে, চলবে ৪ নভেম্বর পর্যন্ত।  

বললেন, বোস্টন অপেক্ষাকৃত ঘনবসতির শহর। সে কারণে আর্লি ভোটের ওপর জোর দেওয়া হয়। এতে ৮ নভেম্বর চাপটা একটু কমে।  

‘আর এ কারণেই হয়তো বিলবোর্ড করা হয়েছে। ভোটারদের মধ্যে যারা আর্লি ভোট দিতে চান তারা মিস না করেন। কিংবা উদ্বুদ্ধ হন। ’ 

বস্তুত গোটা ম্যাসাচুসেটসেই সোমবার থেকে এই আর্লি ভোট শুরু হয়েছে।  

এটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেরই চর্চা। তবে অনেকে এর সমালোচনাও করেন। তারা মনে করেন, আগাম ভোটে যে ভোট বাড়ে তা সত্য নয়। এতে নতুন ভোটার আকৃষ্টও করা যায় না। বরং কিছু কিছু গবেষণা এই ধরনের আগাম ভোটের কারণে বিষয়টি আরও খারাপ হয়।  

বোস্টন গ্লোব একটি খবরে এ বিষয়টি তুলে ধরে লিখেছে, এই আগাম ভোট নিবন্ধন প্রক্রিয়াটিকেও অবোধগম্য করে তোলে।  

কাজের শিডিউলের সঙ্গে মিলিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ। আর সম্ভাব্য ভোটারদের সঙ্গে যথার্থ যোগাযোগের কাজটিও দ‍ুর্বল।

ভোটার বাড়ানো অন্য কিছু পরীক্ষিত প্রক্রিয়া রয়েছ। তবে ম্যাসাচুসেটসে সেগুলো এখনও চালু হয়নি। এবারের প্রেসিডেন্ট লড়াইয়ে পুরোনো প্রক্রিয়াই বলবৎ থাকছে।  

সেই পদ্ধতিতে, আপনি প্রত্যেককেই আর্লি ভোটের জন্য ডাকবেন, কিন্তু এর এক-তৃতীয়াংশও কোনো সাগা দেয় না।  

মুশফিকুর বললেন, এ কারণেই এমন বিলবোর্ড বসানো হয়। আর এই জন্য জাকিম ব্রিজ সবচেয়ে উপযুক্ত স্থান।  

আর্লি ভোটের ফল কি হবে তা জানা নেই। তবে অন্তত ভোট সম্পর্কিত এই বিলবোর্ড চোখে পড়লো সেটাও কম কথা নয়।

আরও পড়ুন
*** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
*** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
***বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
*** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
***অদ্ভুত এক নির্বাচনের দেশে!
***
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ