ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

শহীদ বুদ্ধিজীবী দিবসে ডাইভারসিটি প্লাজায় নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে ডাইভারসিটি প্লাজায় নানা কর্মসূচি

প্রতিবারের মতো এবারও উত্তর আমেরিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ঢাকা: প্রতিবারের মতো এবারও উত্তর আমেরিকায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

 

এ উপলক্ষে ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৮টায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠানের শুরু হবে।

আর রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন ও প্রদীপ মিছিল শেষে কর্মসূচি শেষ হবে।
 
কর্মসূচিতে রয়েছে- স্থানীয় শিল্পী, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংহতি-সমাবেশ, গণসঙ্গীত ও দেশাত্ববোধক গান পরিবেশনা, ছবি আঁকা ও প্রদর্শনী  এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার শহীদ বুদ্ধিজীবী দিবসের ঘোষণাপত্র পাঠ।
 
এতে অংশ নেবে-বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস বিপা, বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা (বিটিএ), ঢাকা ড্রামা, থিয়েটার থিয়েটার, বাঙলা নাট্যদল, সংগীত পরিষদ- নিউইয়র্ক, প্রকৃতি, সুর-ছন্দ, সুরবাহার, বাচনিক, নিউইয়র্ক আর্টিস্ট ইউনিটি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, একুশে চেতনা পরিষদ- নিউইয়র্ক, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি, উদয়ন শিল্পগোষ্ঠী, নর্থ আমেরিকা রিসাইটেশন কনফারেন্স কমিটি, জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠী, বঙ্গবন্ধু পরিষদ, ঘাতক দালার নির্মূল কমিটি-নিউইয়র্ক, উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০১৭।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ