ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অফবিট

কুমির সেজে কুমিরের পা ধরে টানাটানি 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, ডিসেম্বর ১১, ২০২২
কুমির সেজে কুমিরের পা ধরে টানাটানি 

হিংস্র  সরীসৃপ কুমিরকে ছোঁয়ার আজন্ম শখ তার। সেই শখ পূরণে যদি প্রাণটাই যায়! তবে শখ পূরণ করতে তো হবেই।

কুমিরকে বোকা বানালেই পারা যাবে তা। যেমন ভাবনা তেমন কাজ। কুমিরকে ছুঁতে নিজেই কুমির সাজলেন। এর পর পূরণ করলেন সেই শখের।

ঘটনাটি কবের বা কোথাকার তা জানা না গেলেও কুমিরকে স্পর্শ করার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

গত বৃহস্পতিবার ভারতীয় নাগরিক নরেন্দ্র সিং ভিডিওটি পোস্ট করেন তার টুইটার অ্যাকাউন্টে ।  

 ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নদী থেকে উঠে রোদ পোহাচ্ছে এক কুমির। সেটি নড়াচড়াও করছে না। কিন্তু তাকে বিরক্ত করছে আরেক কুমির। তবে সেই কুমিরটি আসলে সেই ব্যক্তি।  কুমিরের পোশাক পরে ওই কুমিরের পাশে শুয়ে সেটির পা ধরে টানাটানি করছেন তিনি। যদিও কুমিরটি তাতে বিরক্ত হচ্ছে না।  

ওই ব্যক্তি এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। নরেদ্রর ভিডিওতে বেশ কিছু মন্তব্য করেছেন তারা।  

একজন লিখেছেন, মৃত্যুবরণে একটি সৃজনশীল পথ তিনি বেছে নিয়েছিলেন। আরেকজন লিখেছেন, ছদ্মবেশ ধারণের গুরু এই ব্যক্তি।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।