ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অফবিট

৬১ বছর ঘুমাননি ভিয়েতনামের এই বাসিন্দা! 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
৬১ বছর ঘুমাননি ভিয়েতনামের এই বাসিন্দা! 

এক দুই বছর নয়, পুরো ৬১ বছর ঘুমাননি তিনি। ১৯৬২ সাল থেকে তার স্ত্রী ছেলে-মেয়ে তাকে কখনও ঘুমাতে দেখেননি।

ভিয়েতনামের ওই বাসিন্দার নাম থাই এনজক। সম্প্রতি জনপ্রিয় এক ইউটিউবারের কাছে সাক্ষাৎকারে তিনি নিজের গল্প শুনিয়েছেন। এর আগেও তার ঘুম না আসা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল।  

থাই এনজকের বয়স এখন ৮০। তিনি দাবি করেন, এক রাতে তিনি জ্বরে পড়েন। তারপর থেকেই তার ঘুম চিরদিনের মতো উধাও হয়ে যায়। তিনি মৃত্যুর আগে অন্তত একবার ঘুমাতে চান।  

বিশেষজ্ঞদের মতে, এই রোগের না ইনসমনিয়া বা অনিদ্রা। এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এনজকের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। তিনি দিব্যি সুস্থ সবল আছেন। এই বয়সেও তিনি ঘোরাফেরা, কাজকর্ম, চাষাবাদ সবই করেন। পান করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন।  

তিনি জানান, অনেক কাজ করলেও তিনি ক্লান্ত হন না। বেশি পান করলে এক-দুই ঘণ্টা শুয়ে থাকেন।  

তিনি জানান, তিনি দেশি মদ তৈরির কাজ করেন এবং রাত দুটা তিনটা পর্যন্ত ডিউটি করেন। অনেক মানুষ বিদেশ থেকে এসে তার ঘুম না হওয়া পরীক্ষা করে অবাক হয়ে গেছেন বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।