ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অফবিট

ইরান উপকূলে বিরল বিষাক্ত সাপ

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
ইরান উপকূলে বিরল বিষাক্ত সাপ

ঢাকা: ওমান উপসাগরের ইরান উপকূলে বিরল প্রজাতির বিষাক্ত এক সাপের সন্ধান মিলেছে। জেলেরাই প্রথম এই সাপ দেখতে পান।

আর বিশেষজ্ঞরা বলছেন ওই অঞ্চলে এ ধরনের সাপের অস্তিত্ব এটিই প্রথম।

ছোট খুলিওয়ালা সাপটির দেখা ওমান উপসাগরে মিললেও, এর মূল বিচরণ এলাকা আরও ২৫০ কিলোমিটার পূবে।

বিশেষজ্ঞরা জানান, ৪৪ ইঞ্চি (১.১১ মিটার) লম্বা সাপটির গায়ের রং হলুদাভ। সাপটির নমুনা ইরানের শহীদ বহানার বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।    

এ প্রজাতির সাপ জীবদ্দশার মধ্যবয়সে বাচ্চা প্রসব করে। প্রাণিবিদ্যা গবেষক ‍আলবার্ট গুন্টার ১৮৬৪ সালে সর্বপ্রথম এ সাপের অস্তিত্ব চিহ্নিত করেন।  

ছোট খুলির কারণে এর বৈজ্ঞানিক নাম ‘মাইক্রোসেফালোফিস ক্যান্টোরিস’। তবে এ প্রজাতির সাপ ‘গুন্টার’র সি স্নেক’ নামেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।