ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

পশুর হাসিতে ‍মুচকি হাসুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
পশুর হাসিতে ‍মুচকি হাসুন

পশুদের চরিত্র নিয়ে এনিমেডেট সিনেমা আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাতে পশুদের হাসতে-কাঁদতে, মন খারাপ করতে দেখা যায়।

 

কিন্তু বাস্তবে কোনো পশুকে হাসতে দেখেছেন কেউ!

পশুরাও হাসে! সে হাসির দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। এখানকার ছবিগুলো দেখুন, ভাগ্যবান কয়েকজন ফটোগ্রাফার সেই সব হাসির ছবি আটকে ফেলেছেন হাতের ক্লিকে।

বন্যপ্রাণীর এমন হাসাহাসির অন্তত ৪০টি ছবি তালিকাভুক্ত করা হয়েছে। যার জন্য কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পুরস্কার দেওয়া হবে।

ওপরের ব্যাঙের ছবি জমা পড়েছে রাশিয়া থেকে।  

 এ বছর প্রতিযোগিতায় পশু-পাখিদের নানা কাণ্ড-কারখানার মোট ২ হাজার ছবি জমা পড়েছিলো। যার মধ্যে বরফে মুখ লুকানো শেয়াল, নৃত্যরত ভালুক, মস্তকবিহীন পেঙ্গুইন ছিলো।  

এর সবগুলোই হাস্যরসের সৃষ্টি করেছে। তবে তার মধ্যে কিছু ছবি রয়েছে যাতে পশু-প্রাণীগুলো নিজেরাই হাসছে।

প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর আগের তুলনায় অনেক উন্নতমানের ও বেশ ভালো কিছু ছবি জমা পড়েছে বলে জানিয়েছেন বিচারক টম সুলাম।

‘পশুরা আপনাকে অজান্তেই হাসাবে। এটি মানবীয় এক আচরণ’- বলেন তিনি।

নিচের ছবিটি দেখুন: মা কচ্ছপের পিঠে বসে কেমন মুখ কেলিয়ে হাসছে কচ্ছপছানা। আর মেজাজ বিগড়ে মায়ের মুখে রাগের প্রকাশ। এ ছবিটি জমা পড়েছে তানজানিয়া থেকে।

এবার সেরা ছবিগুলো বাছাই করা অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। এতো ভালো ভালো ছবি এসেছে, অনেক ছবিই বেশ সুন্দর।

 এ পুরস্কার আয়োজনের মূল লক্ষ্য, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি ও পশুর প্রতি মমত্ববোধ সৃষ্টি।

‘পৃথিবীটা কেবল মানুষেরই নয়, এখানে রয়েছে পশু-পাখি, কীট-পতঙ্গ। তাদের জন্যও একে উপযুক্ত করে রাখতে হবে’- বলেন আয়োজকরা।

জেব্রার এই দাঁত কেলানো হাসিটি দেখুন—না হেসে পারবেন কি?


বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএমকে/এএ/এএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।