ঢাকা: জাপানের মিয়াগি জেলার ইশিনোমাকি উপকূলের দ্বীপ তাশিরোজুমা। এই দ্বীপের অধিবাসীদের অধিকাংশই জেলে।
তবে সবচেয়ে মজার তথ্য হল, প্রাকৃতিক দৃশ্যাবলীর এই দ্বীপটিতে জনসংখ্যা ১০০ জনের মতো, কিন্তু সেই জনসংখ্যার দ্বিগুণ অর্থাৎ প্রায় ২০০টি বিড়াল রয়েছে সেখানে। এই দ্বীপকে বিড়ালের স্বর্গরাজ্যও বলা হয়।
জেলেরা উপকূলে মাছ ধরার নৌকাগুলো প্রতিবার ভেড়ানোর সময় বিড়ালগুলো মাছ খাওয়ার আশায় সেখানে এসে জড়ো হয়। তখন জেলেরা বিড়ালগুলোকে মাছ খেতে দেয়।

২০১১ সালে পূর্ব জাপানে ভূমিকম্পের পর ইউতাকা হামা নামে জনৈক ব্যক্তি একটি পুনর্গঠন তহবিল গঠন করেন।
এই পুনর্গঠন তহবিলের পক্ষ থেকে জাপানের বিড়াল ভক্তদের কাছে আবেদন জানানো হয়। তহবিলে যারা অবদান রাখেন পরবর্তীতে তাদের কাছে বিড়াল এবং ঝিনুক পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
টিএইচ/আরএ