ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অফবিট

অদ্ভুত কাণ্ডে হঠাৎ সেলিব্রেটি ছোট্ট এলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
অদ্ভুত কাণ্ডে হঠাৎ সেলিব্রেটি ছোট্ট এলা

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের মেয়ে শিশু এলা তার ছোট্ট একটি মজাদার শিশুতোষ কাণ্ডে আচমকাই পরিণত হয়েছে অনলাইন সেলিব্রেটিতে।  

এমনিতে সব সময় হাসি-খুশি ও চালাক-চতুর এলা।

তবে তার একটি ছোট্ট দুর্বলতা রয়েছে। সে তার বাবা-মায়ের চুম্বনের দৃশ্য দেখতে পছন্দ করে না! বাবা 

ম্যাট হ্যানকেন ও ক্রিসি হ্যানকেন যখন পরস্পরকে চুম্বন করেন, এলা তখন ইর্ষান্বিত হয়।  মুহূর্তে তার মুখ ক্রোধান্বিত হয়ে পড়ে এবং তার চোখ অশ্রুতে ভরে যায়।

মেয়ের এ ধরনের কান্নার একটি ভিডিও সম্প্রতি মা ক্রিসি হ্যানকেন অনলাইনে শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায়। বাবা ম্যাট হ্যানকেনও স্ত্রীর ইচ্ছা পূরণ করতে তা প্রদর্শন করেছেন। তিনি ভিডিওটি জনপ্রিয়তা পাওয়ায় ধন্যবাদও জানিয়েছেন সবাইকে।  

ভিডিওটিতে দেখা যাচ্ছে, তার বাবা-মায়ের চুম্বন দৃশ্য দেখে কান্না করছে এলা। কয়েক সেকেন্ডের মধ্যে তার বাবা তাকে হাসি-খুশি মুডে ফিরিয়ে এনেছেন। এরপর ফের তার মাকে চুম্বন করায় আবারও কেঁদে ফেলেছে ঈর্ষান্বিত ছোট্ট শিশুটি।

মজাদার এ ভিডিওটি ফেসবুকে ১৪ মিলিয়ন মানুষ দেখেছেন, ১ লাখ কমেন্টস করেছেন এবং ১ লাখ ৩০ হাজার বার শেয়ার হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এএসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।