ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অফবিট

সরকারি কর্তার ১৪৯ বাড়ি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
সরকারি কর্তার ১৪৯ বাড়ি!

ঢাকা: বৈষম্যের চরম উদাহরণ যেন এটি। যেখানে কারও দিনে এনে দিনে খেতেই রক্ত-ঘাম এক হয়ে যায়, সেখানে সরকারের ক্রয় বিভাগের এক কর্মকর্তার বাড়ি ১৪৯টি! সত্যিই ১৪৯টি! ভাবা যায়?

এই কর্মকর্তা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জানঝি প্রদেশের।

নাম জুন লিনবাও। তিনি প্রদেশের নানাচাং শহরের সরকারি ক্রয় বিভাগে কর্মরত।

তার এই ১৪৯টি বাড়ির খবর প্রকাশ হওয়ায় আলোচনার ঝড় বইছে চীনা সংবাদমাধ্যমে। এ ঘটনায় তদন্তও শুরু করেছে কর্তৃপক্ষ। এমনকি এরইমধ্যে লিনবাওকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায়, জু লিনবাও অবৈধভাবে হাউজিং ইউনিটের ১৪৯টি বাড়ি নিজের ও পরিবারের সদস্যদের নামে ক্রয় করেছেন। ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাড়িগুলো তিনি ক্রয় করতে খরচ করেন ১ কোটি ৬০ লাখ ডলার বা ১২৫ কোটি ৫৮ লাখ টাকা।  

কেবল এতোগুলো বাড়িই নয়, নানাচাং শহরে লিনবাওয়ের নামে অন্তত তিনশ’ প্রপার্টি রয়েছে। এসব সম্পদ দেখিয়ে স্থানীয় বিভিন্ন ব্যাংক থেকে তিনি ৯ কোটি ৬০ লাখ ডলার ঋণও নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।