কুকুর তিহার নামে পরিচিত এ আয়োজন হিন্দু অধ্যুষিত নেপালের দ্বিতীয় প্রধান উৎসব। প্রাচীনকাল থেকেই মানুষের বিশ্বস্ত প্রহরী ও আস্থাশীল সঙ্গী হিসেবে বিবেচিত কুকুরের পূজা এভাবে প্রতিবছরই আয়োজন করে থাকে হিন্দু অধ্যুষিত নেপালের আপামর মানুষ।
এ দিনটাকে নরক চতুর্দশীও বলা হয়। এ দিন সূর্যোদয়ের সময়ে পুকুর ও নদীতে পূন্য স্নান করে ভক্তরা। স্নানশেষে যমদীপ নামে দক্ষিণমুখো আলো জ্বালে ভক্তি করে। তারপর সেই আলো তারা ভাসিয়ে দেয় নদীর জলে। এমন উপসনাকারীকে মৃত্যুর পর নরকে যেতে হবে না বলেই বিশ্বাস করে তারা।
মিথাশ্রয়ী মহাকাব্য মহাভারত অনুসারে, ধর্মরাজ যুধিষ্ঠিরের স্বর্গ যাত্রাকালে তার সঙ্গী ছিলো কুকুর।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জেডএম/