তেমনই একটি বেবুন জনগোষ্ঠীর সৈন্যদের দেখা গেছে উত্তর আফ্রিকার জঙ্গলে। তারা অন্যদিনের মতোই রাতের ঘুম থেকে জেগে উঠে খুব ভোরে খাবারের সন্ধানে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
বিবিসির চলচ্চিত্র নির্মাতা স্যার ডেভিড এটেনবারো ‘লাইফ’ ধারাবাহিকের জন্য চিত্তাকর্ষক দৃশ্যটি ধারণ করেন। সেখানে আরও দেখা যায়, বিশেষ ওই সকালে বেবুনরা তাদের যাত্রাপথে আটকে গিয়ে ওই উঁচু স্থানে অবস্থান নেয়। কারণ, তাদের প্রতিদ্বন্দ্বী সৈন্যরা তাদের যাত্রাপথে হেঁটে যাচ্ছে।
এ বানর গোষ্ঠী স্পষ্ট কোনো নেতা ছাড়াই খুব জটিল সমাজে বাস করে। দলের ৪০০ সদস্য ছিল কয়েক ডজন ক্ষুদ্র দলে বিভক্ত। প্রতিটি দলই পুরুষ নিয়ন্ত্রিত।
সব বাহিনীর মতোই এদেরও কঠোর শৃঙ্খলা রয়েছে, দলনেতাদের আদেশও মেনে চলে।
তবে কখনো কখনো শত্রুদের সঙ্গে যুদ্ধের বিশৃঙ্খলায় এ বেবুন পুরুষ সৈন্যরা পিছু হটে এবং নারীরা চুরি হয়ে যায়।
প্রাচীন মিশরীয়দের দ্বারা একবার সম্মানিত হয়ে তারা ‘পবিত্র বেবুন’ নামেও পরিচিত।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএসআর