ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অফবিট

রোগীর পেট থেকে বের হলো দেড় কেজি চুল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রোগীর পেট থেকে বের হলো দেড় কেজি চুল! মানসিক ভারসাম্যহীন সেই নারী

ঢাকা: দীর্ঘ তিন ঘণ্টা সার্জারির পর রোগীর পেট থেকে দেড় কেজি চুল অপসারণ করলেন ডাক্তাররা। এই রোগী ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক নারী। 

জানা যায়, দীর্ঘদিন জটিল মানসিক ব্যাধিতে ভুগছিলেন ওই নারী। বেশিরভাগ সময়ই ঘরের ভিতর বন্দি অবস্থায় কাটতো তার জীবন।

তাই সবার অগোচরে নিজের চুল ছিঁড়ে নিজেই খেয়ে যাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে।  

পাকস্থলীতে চুল জমতে জমতে এক সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা বেগতিক দেখে রাজ্যের একটি সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান পরিবারের সদস্যরা। সেখানকার ডাক্তাররা রোগীর পেটে সার্জারি চালানোর সিদ্ধান্ত নেন।

পাঁচজন ডাক্তারের একটি দল সার্জারিটি পরিচালনা করেন। পাকস্থলী থেকে তারা অপসারণ করেন দেড় কেজি চুল। চুলগুলো পেঁচিয়ে শক্ত বলের আকৃতি ধারণ করেছিল।

সার্জারি দলের প্রধান আরকে মাথুর বলেন, চুলগুলো দীর্ঘদিন ধরে পাকস্থলীর ভিতর জমতে জমতে তা একটি শক্ত দলায় পরিণত হয়েছিল। অতিদ্রুত পাকস্থলী থেকে চুলগুলো বের না করা হলে তা রোগীর জন্য বিপদজনক হয়ে দাঁড়াতো।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।