ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

ওজনদার বটে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ওজনদার বটে! মেঝেতে শুয়ে আছেন সেই ২০০ কেজি ওজনের মানুষ।

ঢাকা: ফায়ার ফাইটার মোতালিব যখন ফোন পান তখন তার কল্পনাতেও আসেনি কি বিড়ম্বনা অপেক্ষা করছে সামনে। উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ও ৬ সঙ্গী নিয়ে দ্রুতই তিনি রওয়ানা হন ঘটনাস্থলে।

কিন্তু সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই চক্ষু চড়কগাছ সবার। মেঝেতে হাত-পা ছড়িয়ে যিনি শুয়ে আছেন তার বয়স মাত্র ২৮ বছর হলেও বয়স্ক বলেই মনে হয়।

তবে গোলমালটা আসলে অন্যখানে।

ওই ব্যক্তির বিশালাকায় শরীর তুলতে হিমশিম খেতে হয় উদ্ধার দলকে। ২০০ কেজির ওজনের শরীর তোলা তো আর চাট্টিখানি কথা নয়।

শেষ তক বেডসিটে শরীর পেঁচিয়ে ওই ব্যক্তিকে তুলে হাসপাতালে নিয়ে যান ৭ ফায়ার ফাইটার। এমন ওজনদার রোগী টানার রেকর্ড অবশ্য এটাই তাদের প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে আড়াইশ’ কেজি ওজনের শরীর তুলতে হয়েছিলো তাদের।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।