ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অফবিট

ভুল করে কেনা টিকিটে ৪১ কোটি টাকার লটারি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
ভুল করে কেনা টিকিটে ৪১ কোটি টাকার লটারি! ভুল করে কেনা টিকিটে ৪১ কোটি টাকার লটারি!

ঢাকা: ভুল করে কেনা লটারির টিকিটে ৫ মিলিয়ন ডলার (প্রায় ৪১ কোটি টাকা) জিতলেন একজন মার্কিন নারী।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী অস্কারা জাহারভ্‌ আনমনে কেনাকাটা করছিলেন ম্যানহাটনের একটি সুপারশপে। তিনি সেখান থেকে একটি ১ ডলার মূল্যের লটারি টিকিট কেনেন।

কিন্তু বিক্রেতা বিল করার সময় ভুল করে তাকে ১০ ডলার মূল্যের অন্য একটি লটারি টিকিট গছিয়ে দেন।

লটারির পুরস্কার জানার জন্য টিকিটের একটি বিশেষ অংশ ঘষতে হয়। ভুল টিকিট কিনলেও জাহারভ তখনই টিকিটটা ঘষলেন না। অবহেলায় ফেলে রাখলেন দিনের পর দিন। লটারির টিকিট থেকে যে আসলেই পুরস্কার জেতা যায়, তা বিশ্বাসই করতেন না তিনি।  

কিন্তু শেষ পর্যন্ত যখন জাহারভ্‌ পুরস্কার দেখার জন্য টিকিট ঘষলেন, তখন বেরিয়ে এলো ৫ মিলিয়ন ডলারের পুরস্কার।

৪৬ বছর বয়সী জাহারভ্‌ জানান, তিনি কখনোই লটারির টিকিট কিনে কোনো পুরস্কার পাননি। তাই ভেবেছিলেন পুরস্কারের বিষয়টি হয়ত ভুয়া। নিশ্চিত হওয়ার জন্য গেলেন লটারির আয়োজকদের অফিসে। সেখানেই জানতে পারলেন আসলেই ৫ মিলিয়ন ডলারের বিজয়ী তিনি।  

পুরস্কারের টাকা দিয়ে পরিবার নিয়ে বাহামাসে ছুটি উপভোগ করার ইচ্ছা জাহারভের। ভবিষ্যতে নিজের সন্তানদের শিক্ষা লোন পরিশোধেও কাজে আসবে তা।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।