ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

সপ্তাহের নির্বাচিত স্থিরচিত্র

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
সপ্তাহের নির্বাচিত স্থিরচিত্র ছবি: সংগৃহীত

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক সপ্তাহের নির্বাচিত কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে। জুনের ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত সংবাদ সংশ্লিষ্ট বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ করে এ বার্তাসংস্থাটি।

নির্বাচিত স্থিরচিত্রগুলোতে ধারণ করা হয়েছে মৎস্য শিকারী পাখির মাছ নিয়ে উড়ে যাওয়ার দুর্লভ মুহূর্ত। তেমনি আছে ফুটবল বিশ্বকাপে সমর্থকের উল্লাস কিংবা আইভেরি কোস্টে ঘর হারানো শিশুর মায়াময় অনিশ্চিত মুখায়বও।

বাংলানিউজের পাঠকদের জন্য বিশ্বের নির্বাচিত অসাধারণ এই স্থিরচিত্রগুলো দেওয়া হলো-  

ছবি: সংগৃহীত
স্কটল্যাণ্ডের পার্বত্য অঞ্চলে শিকারী পাখি মাছ নিয়ে উড়ে যাচ্ছে। স্কটিশ আইল্যান্ড থেকে দুর্লভ মুহূর্তটি ধারণ করেছেন ফটোগ্রাফার জেন বার্লো।

ছবি: সংগৃহীত

পাহাড়বেষ্টিত দেশ নেপাল। এ দেশে আষাঢ়ে ধান চাষের উৎসব হয়। উৎসবের নাম ‘আষাঢ় পান্দ্রা’। ফুটবলে দারুণ শট দিয়ে ‘আষাঢ় পান্দ্রা’ উদযাপন করছেন এক নেপালি যুবক। ফুটবল দিয়ে এ উদযাপন কেন? বিশ্বকাপ উন্মাদনা জ্বর নয়তো! স্থিরচিত্রটি ধারণ করেছেন রয়টার্সের নাভেশ চিত্রকর।

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টারে চাঁদ আর অগ্নিকাণ্ডের মুহূর্ত! চিত্রগ্রাহক- গেটি ইমেজসের অ্যান্থনি ডেভলিন।

ছবি: সংগৃহীত
আইভেরিকোস্টের আবিদজানে মুষলধারে বৃষ্টিতে ঘর হারা এক শিশু। কোলে পুতুল, আর মুখায়বে অনিশ্চয়তা। স্থিরচিত্রটি ধারণ করেছেন এএফপির সিয়া কামবৌ।

ছবি: সংগৃহীত
মেক্সিকো সিটিতে প্রাইড প্যারেড বা গৌরব পদযাত্রায় উল্লাসরত দু’জন। স্থিরচিত্র তুলেছেন এএফপির উলিসেস রুইজ

ছবি: সংগৃহীত
কেনিয়ার নাইরোবিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের স্থিরচিত্র। ধারণ করেছেন রয়টার্সের থমাস মুকোজা

ছবি: সংগৃহীত
চীনের সানডং প্রদেশে পুতুল তৈরি করছেন এক নারী। স্থিরচিত্র: রয়টার্স

ছবি: সংগৃহীত
মার্কিন নৌ বাহিনীর উদযাপন। স্থিরচিত্র: রয়টার্স

ছবি: সংগৃহীত
রাশিয়া বিশ্বকাপে পানামা ও তিউনিসিয়া ম্যাচ শুরুর আগে এক ভক্তের উল্লাস। স্থিরচিত্র: রয়টার্সের ম্যাথউ চিলডস

ছবি: সংগৃহীত
আয়ারল্যান্ডে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় সমুদ্রে ঝাপ! স্থিরচিত্র রয়টার্সের ক্লোডাঘ কিলকইন

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।