ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অফবিট

১৭ একর জমিতে আগুন লাগালো পাখি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
১৭ একর জমিতে আগুন লাগালো পাখি! সংগৃহীত ছবি

জার্মানির রসটক শহরে বৈদ্যুতিক তার থেকে একটা পাখির গায়ে আগুন লাগে। পাখিটা নিচে পড়ে। এরপর পাখির গায়ে লাগা আগুন থেকেই ১৭ একর জমিতে আগুন লাগে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শর্টসার্কিটের কারণে পাখির গায়ে আগুন লাগে। তারপর পাখিটি শুকনো শস্যের মাঠে পড়ে গেলে সেখানে আগুন লাগে।

এরপর সেখান থেকে রেলওয়ের পাওয়ার লাইনে আগুন লাগলে শর্টসার্কিট হয়। সেই আগুন ১৭ একর জায়গাজুড়ে বিস্তৃত হয়।  

পরে ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী-স্বেচ্ছাসেবক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরজন্য একটি হেলিকপ্টারের সাহায্যও প্রয়োজন হয়।  

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের বিস্তৃতির কারণে ৭ হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে।  

স্থানীয় কর্তৃপক্ষ আগুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছে।  

তবে আগুন লাগার এরকম উদ্ভট কাহিনী এটাই প্রথম নয়। চলতি বছরের মার্চ মাসে ইতালিতে তিন আমেরিকান পানি ছাড়া পাস্তা বানাতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।