ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

মেক্সিকো সৈকতে ১২২ ‍মৃত কচ্ছপ

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
মেক্সিকো সৈকতে ১২২ ‍মৃত কচ্ছপ সৈকতে ভেসে আসা এসব মৃত কচ্ছপের মৃত্যুর কারণ জানা যায়নি/ সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস অঙ্গরাজ্যের সৈকতে ১২২টি মৃত কচ্ছপ ভেসে আসার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যার অধিকাংশই বিপন্ন প্রজাতির।

শুক্রবার (১৭ আগস্ট) সৈকতে ভেসে আসা কচ্ছপগুলোর মৃত্যুর কারণ প্রাথমিক জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কচ্ছপগুলোর ১০ শতাংশের মাথা ও খুলিতে বড়শি অথবা মাছ ধরার জালের মাধ্যমে আঘাত পাওয়ার চিহ্ন রয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিযেছে, কচ্ছপগুলোর যখন সন্ধান পাওয়া যায় ততক্ষণে সেগুলোতে পচন ধরে গেছে। তাই মৃত্যুর কারণ নিশ্চিতে ময়না তদন্ত করা সক্ষম হয়নি।

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় ছোট্ট শহর পুয়েরতো আরিস্তার সৈকতে সন্ধান পাওয়া কচ্ছপগুলোর ১১১টি বিপন্ন প্যাসিফিক রিডলে প্রজাতির বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
 
সামুদ্রিক কচ্ছপ ধরার উপর ১৯৯০ সালে নিষেধাজ্ঞা আরোপ করে মেক্সিকো। তবে লাভজনক হওয়ায় কচ্ছপের ডিমের জন্য বিভিন্ন স্থানে গড়ে উঠেছে কালোবাজার।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।