ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অফবিট

কফিনে ৩০ ঘণ্টা থাকার চ্যালেঞ্জ! 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
কফিনে ৩০ ঘণ্টা থাকার চ্যালেঞ্জ!  কফিন

রোলার কোস্টার কিংবা আগুনের শিখা নিয়ে কোনো চ্যালেঞ্জ নয়। কফিনে থাকতে হবে ৩০ ঘণ্টা! এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসের সিক্স ফ্ল্যাগ থিম পার্ক।

চলতি মাসের অক্টোবরের ১৩ তারিখ থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। এদিন দুপুর একটা থেকে পরের দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত শুয়ে থাকতে হবে এ কফিনে।

 

পার্কটির ফ্রাইট ফেস্ট উপলক্ষে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিজয়ীদের জন্য অবশ্য থাকবে চমকপ্রদ পুরস্কারও।  
কফিন
এবার এ চ্যালেঞ্জ নিয়ে জানা যাক। ৩০ ঘণ্টা থাকতে হবে দুই ফুট বাই সাত ফুট মাপের কফিনে। ব্যবস্থা থাকবে খাবারের। এছাড়াও প্রত্যেক ঘণ্টায় ছয় মিনিটের জন্য একবার বাথরুম ব্রেকও পাবেন। আরামে থাকার জন্য নিজের বালিশ, স্লিপিং ব্যাগ কিংবা কম্বলও নিয়ে আসতে পারবেন।  

এভাবে যারা ৩০ ঘণ্টা কফিনের ভেতর থাকতে পারবেন, তাদের মধ্যে একজন সৌভাগ্যবান পাবেন ৩০০ মার্কিন ডলার, ২০১৯ সালের দু’টি গোল্ড সিজন পাস, ফ্রিক ট্রেনের রাইডের টিকিট।    

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।