ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

অফবিট

মনিবের সঙ্গে তাল মিলিয়ে নাচলো কুকুর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, অক্টোবর ১৮, ২০১৮
মনিবের সঙ্গে তাল মিলিয়ে নাচলো কুকুর! মনিবের সঙ্গে নাচছে কুকুর, ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ সময় একসঙ্গে থেকে থেকে পোষা যেকোনো প্রাণী একপর্যায়ে মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। তখন মনিব যা করেন প্রাণীটিও তাই করতে চায় এবং সে সব সময় ওইটাই ধারণের চেষ্টা করে। কিন্তু মনিবের সবকিছু কি আর পোষা প্রাণী হুবহু করতে পারে?

সম্প্রতি মনিবের নাচের সঙ্গে হুবহু তাল মিলিয়ে নেচে একটি কুকুর যে উদাহরণ সৃষ্টি করেছে, তাতে মনে হয়- মনিবের সবই করতে পারে পোষা প্রাণী!

পোষা প্রাণীকে যা শেখাবেন, তা-ই শিখবে। সেটা কঠিন নাচ হোক বা অন্য কিছু।

এ ধরনের ক্যাপশনে কুকুরের নাচের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে ব্যাপক ছড়িয়েছে নাচটি এবং অনেকেই সেটাকে শেয়ার করেছেন পোষা প্রাণীর শেখার দৃষ্টান্ত দিতে।

ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের পাড়ে সাদা একটি কুকুর তার মনিবের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। এসময় মনিব যেভাবে পা ফেলছিলেন, কুকরও সেভাবেই পা রাখছিল। যা ছিল একদম হুবহু এবং অসাধারণ।

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।