ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অফবিট

১ হাজার টাকার পুরনো আংটির দাম নিলামে ৭ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ৮, ২০১৯
১ হাজার টাকার পুরনো আংটির দাম নিলামে ৭ কোটি প্রতীকী ছবি

ঢাকা: পুরনো জিনিসের মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি আংটি পছন্দ হয়ে যায় এক নারীর। পকেটের ১৩ ডলার (১০৯৮ টাকা) দিয়ে কিনেও নিলেন সেটি। তখনও জানতেন না, কী অমূল্য(!) সম্পদ হাতে উঠেছে তার। বুঝলেন তখনই, যখন নিলামে ওই আংটির দাম উঠলো সাড়ে ৮ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা)।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে ঘটেছে চমকপ্রদ এ ঘটনা।

ফিলিপিনো টাইমস জানায়, সুপারমার্কেটে দেখা এক আগন্তুকের জন্যই আংটির ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন ওই নারী।

আগন্তুক বারবার তার আংটির দিকে রহস্যময় দৃষ্টিতে তাকাচ্ছিলেন। এমনকি তার পিছুও নিয়েছিলেন। এতে ভয় পেয়ে দ্রুত সরে পড়েন ওই নারী।

তবে, মাথায় আংটির ভূত থেকেই যায়! কী আছে এতে? জানতে যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবির কাছে যান ওই নারী। বিষয়টি জানাতে এক সপ্তাহ সময় নেয় প্রতিষ্ঠানটি।

ওই নারী তখনো ভাবেননি, জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তার জন্য। সাত দিন পর প্রতিষ্ঠানটি জানায়, তার আংটিতে আছে বিশালাকার ২৬ ক্যারেটের সাদা হীরা।

সোথবির জুয়েলারি বিভাগের প্রধান জেসিকা উইন্ডহাম জানান, আংটিটি উনবিংশ শতাব্দীর কোনো রাজ পরিবারের সম্পদ ছিল।  

পরে, নিলামে তোলা হলে সেটির দাম ওঠে সাড়ে ৮ লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।