ব্রাজিলের বার অ্যাসোসিয়েশনে (অর্ডার অব অ্যাটোর্নি অব ব্রাজিল) চাকরি করছে এমনই একটি বিড়াল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনার শুরু গত ফেব্রুয়ারিতে।
ভালোই যাচ্ছিল দিনকাল। ঝামেলা বাঁধে সপ্তাহখানেক পর। কয়েকজন কর্মী অভিযোগ করেন, বার অ্যাসোসিয়েশনের মতো একটি গুরুত্বপূর্ণ ভবনে বিড়াল আশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না। এ নিয়ে শুরু নানা আলোচনা। একসময় সমস্যা সমাধানে এগিয়ে আসেন বার অ্যাসোসিয়েশনের সভাপতি। বিড়ালটিকে কেউ যেন আর আশ্রিত না বলতে পারে, সেজন্য তাকে ভবনের কর্মী হিসেবে নিয়োগ দেন সভাপতি। আদর করে বিড়ালটির নাম রাখা হয় ড. লিওন।
এখন ভবনটিতে গেলেই দেখা যাবে, গলায় আইডি কার্ড ঝুলিয়ে দর্শনার্থীদের স্বাগত জানাতে বসে আছে ড. লিওন।
শুধু চাকরিই নয়, বিড়ালটির রয়েছে নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। সেখানে তার ফলোয়ার আছে ৬৮ হাজারেরও বেশি।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
একে