ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

গাড়ির চেয়ে ভারী মিষ্টিকুমড়া! 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
গাড়ির চেয়ে ভারী মিষ্টিকুমড়া! 

বাজার থেকে চার-পাঁচ কেজির একটা মিষ্টিকুমড়া কিনে খুশি মনে বাড়ি ফিরেছেন। ভাবছেন, বাজারের সবচেয়ে বড় কুমড়ার মালিক হয়ে গেছেন আপনি। তাহলে কিন্তু ভুল হবে। কেননা, আপনারটির চেয়ে ২১০ গুণ বেশি ওজনের এক মিষ্টিকুমড়া আছে যুক্তরাষ্ট্রে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মিষ্টিকুমড়াটির ওজন প্রায় ১ হাজার ৪১ কেজি। সেখানে, বিখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশির একটি হালকা প্রাইভেটকারের ওজন ৯১৫ কেজি।

অর্থাৎ ওজনের প্রতিযোগিতায় একটা গাড়িকেও হার মানিয়ে দিয়েছে কুমড়াটি।

যুক্তরাষ্ট্রে সালাদ, জুস ও সবজি হিসেবে বেশ জনপ্রিয় মিষ্টিকুমড়া। বছরের এই সময়টায় দেশটির বিভিন্ন রাজ্যে মিষ্টিকুমড়ার মেলা হয়। এ বছর সবচেয়ে বড় মিষ্টিকুমড়া উৎপাদন করে প্রথম পুরস্কার জিতে নিয়েছেন কানেক্টিকাটের অ্যালেক্স নোয়েল।  

পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৭ লাখ ২২ হাজার টাকা।  

এর আগে, প্রায় ১ হাজার ২০০ কেজির মিষ্টিকুমড়া উৎপাদন পুরস্কার জিতেছিলেন বেলজিয়ামের মেথিয়াস উইলেমিজিস। সেটিই এখন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় আসা সবচেয়ে বড় মিষ্টিকুমড়া।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
কেএসডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।