মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, কিং কোবরাটি একটি আবাসিক এলাকার ভেতরে নর্দমায় লুকিয়ে ছিল।
পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা আসার পর সাপটি ধরার চেষ্টা চলে। এসময় এটি পানির পাইপের ভেতর ঢুকে পড়লে অপেক্ষা বাড়তে থাকে। কয়েক ঘণ্টা চেষ্টার পর এটিকে জীবিত ধরতে পারেন তারা। পরে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
১৫ কেজি ওজনের কিং কোবরাটি বিরল প্রজাতির এবং লম্বায় প্রায় ১৩ ফুট বলে জানান এক উদ্ধারকর্মী। তিনি জানান, আবাসিক এলাকাটি যেখানে গড়ে উঠেছে সেটি কিছুদিন আগেও জঙ্গলে ঘেরা ছিল। এ আবাসিক এলাকার আশেপাশেই সাপের আবাসভূমি রয়েছে।
থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংককে প্রায়ই সাপের দেখা মেলে। থাইল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন যেখানে অবস্থিত জায়গাটি ‘কোবরাস সোয়াম্প’ বা ‘গোখরার জলাভূমি’ হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
কেএসডি/এইচএডি