ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অফবিট

হৃদয় জয় করেছে আদুরে বিড়ালছানার হাসিমুখ

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
হৃদয় জয় করেছে আদুরে বিড়ালছানার হাসিমুখ

শিশু ফোকলা দাঁতের হাসি কার না ভালো লাগে! আশপাশে একটু তাকলেই হয়তো খুঁজে পাওয়া যাবে এ দৃশ্য। কিন্তু, বিড়ালছানার হাসছে, এটা কি দেখেছেন কখনো?

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে একটি আদুরে বিড়ালছানার হাসিমুখের ছবি। এক নজরেই সবার হৃদয় জয় করে নিয়েছে হাসিখুশি ছানাটি।

গত সপ্তাহে লরেন বাউটয তার তিনটি পোষ্য বিড়ালছানার বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ছানা তিনটির নাম- ব্লোসম, বাবলস ও বাটারকাপ। আমেরিকান অ্যানিমেটেড সিরিজ ‘দ্য পাওয়ার-পাফ গার্লসের’ মূল চরিত্রদের নামে তাদের নাম রাখা হয়েছে।

জানা যায়, লরেন নিউ মেক্সিকোর বায়োকেমিস্ট্রির শিক্ষার্থী। প্রিয়জনদের কাছে তার আরেক পরিচয় ‘বিশ্বস্ত বিড়ালের মা’। বিড়ালের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণেই ছড়িয়ে পড়েছে তার এমন নাম।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, বিড়ালছানা তিনটি লরেনের জীবনসঙ্গী গ্যারি সানচেজের সামনে পোজ দিচ্ছে। এরমধ্যে ব্লোসমের হাসি মন জয় করে নিয়েছে সবার।

আদুরে বিড়ালছানা।

ছবিগুলো শেয়ার করার সময় ৪১ বছর বয়সী লরেন লিখেছেন, অ্যালবুকার্কি শহরের অ্যানিমেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিড়ালছানাদের দেখাশোনা করি আমি। এই বিড়াল তিনটির বয়স মাত্র পাঁচ সপ্তাহ।

লরেনের ফেসবুক পোস্টটিতে ৭২ হাজারেরও বেশি মানুষ ‘লাইক’ দিয়েছেন। মন্তব্য করেছেন ৫৫ হাজারেরও বেশি। ছবিগুলো টুইটারেও শেয়ার করা হয়েছে আর তাতে ‘লাইক’ পড়েছে ১২ লাখ। সেই সঙ্গে রয়েছে অসংখ্য আদুরে মন্তব্য।

একজন মন্তব্য করেছেন, ‘এত কিউট! আমি তো মারা যাচ্ছি...’। আরেকজন বলেছেন, ‘এটা অমূল্য’।

একজন টুইটার ব্যবহারকারী বিড়ালছানাটির ছবি ইলাস্ট্রেটও করে ফেলেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এফএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।