ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অফবিট

মানুষমুখো মাছের ভিডিও ভাইরাল

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
মানুষমুখো মাছের ভিডিও ভাইরাল

প্রযুক্তির উন্নতিতে সহজ হয়েছে জীবনযাত্রা, বেড়েছে মানও। সহজ হয়েছে যোগাযোগ। তাই বিশ্বের আনাচে-কানাচে ঘটে যাওয়া চমকপ্রদ নানা ঘটনা ছড়িয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই।

সম্প্রতি ভাইরাল হয়েছে মানুষমুখো মাছের একটি ভিডিও। এটি দেখলে মনে হবে মাছের নয়, যেন মানুষের কাঙ্কালসার মুখ।

ভিডিওটি ধারণ করা হয়েছে দক্ষিণ চীনের কুনমিং শহরের একটি গ্রামের জলাশয় থেকে।

ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, একটি জলাশয়ের পাড়ের দিকে এগিয়ে আসছে মানুষমুখো ওই মাছটি। আসতে আসতে একেবারে পাড়ে চলে এসেছিল প্রায়।  হেলেদুলে এসে পাড়ে থাকা একটি টুকরো পাথরে মুখ ঘষলো কয়েকবার। এরপর ঢোক গিললো বেশ আয়েশ করেই।

স্মার্টফোনে ধারণ করা মানুষমুখো মাছের এ ভিডিওটি টুইটারে দ্য আনএক্সপ্লেইনড নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার পরই ছড়িয়ে পড়ে দ্রুত। এটি নিয়ে মেতে উঠেছেন ব্যবহারকারীরা। এখন পর্যন্ত ভিডিওটি ৪ হাজার ৬৪২টি রিটুইট করা হয়েছে। পোস্টে লাইক পড়েছে ১৬ হাজার ৩শ’র বেশি।

অনেকেই টুইটারে মাছটির সঙ্গে রূপকথার নানা গল্পের চরিত্রের মিল খুঁজে বের করা চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।