ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অফবিট

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টমেটোর গয়না পরে বিয়ে! 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টমেটোর গয়না পরে বিয়ে! 

সোনাদানা, হীরা, জহরতের কোনো বালাই নেই, টমেটোর গয়না পরেই বিয়ে সেরে ফেলেছেন এক তরুণী। গলার মালা থেকে কানের দুল, চুড়ি, টিকলি সব টমেটোর! 

অভিনব এ ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই মাঝে ওই কনের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।  
 
বিয়ের অলংকার হিসেবে টমেটো বেছে নেওয়ার কারণ জানতে চাইলে ওই কনে বলেন, স্বর্ণের দাম অনেক বেশি। ইদানীং টমেটোর দামও অনেক চড়া। এ কারণেই আমি নিজের বিয়েতে স্বর্ণের বদলে টমেটো পরেছি।  

খবরে বলা হয়, সম্প্রতি পাকিস্তানের কিছু কিছু অঞ্চলে টমেটোর দাম আকাশচুম্বী হয়ে কেজি প্রতি সাড়ে ৩শ’ টাকারও বেশিতে দাঁড়িয়েছে।  

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে ওই কনের প্রতিবাদের ধরন ও রসবোধকে প্রশংসায় ভাসিয়ে চলেছেন নেটিজেনরা।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।