দিন দশেক আগে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতির সময় মজা করে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নাচের ভিডিও ভাইরাল হলে গত বুধবার (২৭ নভেম্বর) আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই ট্রেনারকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।
জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজন করেছিলেন, আমরা তাকে বরখাস্ত করেছি ও অন্য দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। কারণ তারা কাজে নতুন যোগদান করেছেন, হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। নাচে কোনো ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত।
তবে নাচের কারণে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ায় কঠোর সমালোচনা করেছেন অনেকেই।
এক শিক্ষক বলেন, তারা শুধু অন্য শিক্ষকদের সঙ্গে বিরতির সময়টা উপভোগ করছিলেন। এতে অশালীন বা ক্ষতিকর কী আছে? সরকারি কর্মকর্তারা কি সহকর্মীদের সঙ্গে একটু ভালো সময় কাটাতে পারবেন না?
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
একে