ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অফবিট

ব্যাংক ডাকাতির টাকা উড়িয়ে ‘মেরি ক্রিসমাস’!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ব্যাংক ডাকাতির টাকা উড়িয়ে ‘মেরি ক্রিসমাস’! ডেভিড ওয়েইন অলিভার। ছবি: সংগৃহীত

ব্যাংক ডাকাতি করে ‘ক্রিসমাস উদযাপন’! আশ্চর্য শোনালেও এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কলোরাডো স্প্রিংসে অবস্থিত একাডেমি ব্যাংকে ডাকাতি করেন ডেভিড ওয়েইন অলিভার নামে এক ব্যক্তি। তারপর ব্যাংক থেকে বেরিয়ে সেই টাকা বাতাসে উড়িয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘মেরি ক্রিসমাস’! 

পুলিশ জানায়, ‘অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে’ ব্যাংক থেকে বেশ কিছু টাকা নিয়ে যান ৬৫ বছর বয়সী অলিভার।

তবে, টাকার পরিমাণ প্রকাশ করেনি পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ডায়ন প্যাসকেল বলেন, তিনি (অলিভার) ব্যাংক থেকে বের হলেন। এরপর ব্যাগের ভেতর থেকে টাকা বের করে বাতাসে উড়িয়ে দিলেন। তারপর তিনি চিৎকার করে বলে উঠলেন, ‘মেরি ক্রিসমাস’। ততক্ষণে চারদিকে ছড়িয়ে পড়েছে টাকাগুলো।

এ কাজ করার পর হেঁটে স্টারবাকসে যান অলিভার। পরে সেখান থেকে তাকে কোনো ঝামেলা ছাড়াই গ্রেফতার করে পুলিশ। বর্তমানে এল পাসো কাউন্টি জেলে আছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে।  

পুলিশ জানায়, আশপাশের মানুষ কিছু টাকা কুড়িয়ে ব্যাংকে ফেরত দিয়ে গেছেন। তবে, অলিভার কেনো এ কাজ করেছেন তা স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এফএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।