ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

বিয়ের দিনে নির্বাচন: বরের সাজেই ভোট

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
বিয়ের দিনে নির্বাচন: বরের সাজেই ভোট দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিতে আসা বর ধনঞ্জয়। ছবি: সংগৃহীত

পূর্ব দিল্লির শাকারপুরের বাসিন্দা ধনঞ্জয়ের বিয়ের দিন ছিল শনিবার (০৮ ফেব্রুয়ারি)। একইদিনে আবার ভারতের কেন্দ্রশাসিত জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভার নির্বাচন। বিয়ের সাজেই তাই পুরো পরিবার ও বরযাত্রীসহ লক্ষ্মীনগরের আসনে বিধানসভার সদস্য নির্বাচনে ভোট দিলেন তিনি।

শনিবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যতিক্রমী এ ভোটের খবর জানানো হয়।

ভোট দিতে এসে সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ধনঞ্জয় বলেন, জাতির প্রতি আমার দায়িত্ব পালনের অংশ হিসেবে ভোটের অধিকার প্রয়োগ করতে এখানে এসেছি।

প্রত্যেকেরই কর্তব্য তার ভোট দিতে আসা।

এসময় তিনি তার হবু স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভোট দিয়ে যাওয়ার আহ্বান জানান।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পরই বিয়ে করতে যান ধনঞ্জয়।

ডিসেম্বরে যখন উভয় পরিবারের মধ্যে বিয়ের অনুষ্ঠানের কথা হয়, তখন বিধানসভা নির্বাচনের কথা তাদের কারোরই মনে ছিল না।  

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচন শুরু হয়। এক কোটি ৪৭ লাখের বেশি ভোটার এ নির্বাচনে ৭০ জন বিধানসভা সদস্যকে নির্বাচিত করবেন।  

সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।