ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

প্রেমের সমবণ্টন চেয়ে বিএম কলেজে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
প্রেমের সমবণ্টন চেয়ে বিএম কলেজে বিক্ষোভ

বরিশাল: একজন তিন থেকে চারজনের সঙ্গে প্রেম করছে অথচ অন্য অনেকের ভাগ্যে একটাও জুটছে না, এটা প্রহসন। আর এ প্রহসন দূর করে প্রেমের সমবণ্টন চেয়ে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংঘের সদস্যরা। পরে সমাবেশ করে কলেজের মূল ভবনের সামনে।

এসময় সংঘের সদস্যদের ‌‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

সংঘের সদস্যদের দাবি, এমন অনেকেই আছেন যারা একজনেই ৩ থেকে ৪ জনের সঙ্গে প্রেম করছেন। আবার এমন অনেকেও আছেন যারা একটাও প্রেম করতে পারছেন না। এটা ঠিক না। এটা পরিষ্কার বৈষম্য। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে যা হচ্ছে তা পুরোপুরি প্রহসন।

প্রেমের সমবণ্টন হলে ভালোবাসাকে তারা সুন্দর রূপ দিতে পারবেন, জানানো হয় সমাবেশে।

বাংলা‌দেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৪, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।