ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ট্রাম্পের সফরের আগে দমকা বাতাসে ভাঙলো সংবর্ধনা তোরণ

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ট্রাম্পের সফরের আগে দমকা বাতাসে ভাঙলো সংবর্ধনা তোরণ ভেঙে পড়া তোরণ দেখছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ভারত সফরে আসছেন সোমবার (২৪ ফেব্রুয়ারি)। ভারতীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য তার ‘তর সইছে না’, এমন বার্তা দিয়ে ইতোমধ্যেই নিজস্ব টুইটার একাউন্টে একাধিক টুইট করেছেন তিনি।

সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদে প্রেসিডেন্ট ট্রাম্পকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য সব আয়োজন শেষে প্রস্তুত করা হয়েছে আহমেদাবাদের মতেরা স্টেডিয়াম।

কিন্তু সফরের একদিন আগেই রোববার (২৩ ফেব্রুয়ারি) ভেঙে পড়লো স্টেডিয়ামে সাময়িকভাবে তৈরি করা এক সংবর্ধনা তোরণ।  

তোরণটি ভেঙে পড়ার পুরো দৃশ্যই এক প্রত্যক্ষদর্শী তার  মোবাইল ক্যামেরায় ধারণ করেন। পরে স্থানীয় এক টিভি চ্যানেল এটি প্রচার করে।

এ ঘটনায় অবশ্য কেউ আহত হননি বলে জানান আহমেদাবাদের পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল কমিশনার অজয় তমার।

তিনি জানান, সংবর্ধনা তোরণটি সাজানোর সময় এটি হঠাৎ করে ভেঙে পড়ে। তবে এটিকে আবার তৈরি করা হচ্ছে।

সোমবার আহমেদাবাদে পৌঁছার পর এক শোভাযাত্রার মধ্য দিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে মতেরা স্টেডিয়ামের সংবর্ধনায় অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সংবর্ধনায় এক লাখের মতো লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।