সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটিতে দেখা যায়, এক ব্যক্তি শরীরে বিশাল পরিধির একটি ধাতব রিং পরে চলাফেরা করছেন।
তবে ছবিটি সাম্প্রতিক সময়ের নাকি আগের তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি যে করোনা সংক্রমণ থেকে বাঁচতেই এমন কৌশলের আশ্রয় নিয়েছেন, তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে চলমান করোনা আতঙ্কের মধ্যেই এটি ভাইরাল হয়েছে।
করোনা প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার, হাঁচি-কাশির ক্ষেত্রে ট্যিসু ব্যবহার, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তদের থেকে দূরে থাকাসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ পিরিস্থিতিতে নানা দেশে টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে মারামারি, চুরি, ডাকাতির মতো ঘটনাও ঘটছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এইচজে