ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

দেবতার মুখেও মাস্ক পরালেন পুরোহিত!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
দেবতার মুখেও মাস্ক পরালেন পুরোহিত!

মন্দিরে রাখা দেবতার মূর্তিকে কি করোনা ভাইরাস আক্রমণ করতে পারবে? পারুক আর না পারুক, ভারতের বারানসীতে এক মন্দিরে দেবতা মূর্তির মুখে মাস্ক পরিয়ে দিয়েছেন সেখানকার পুরোহিত। কারণ ওই পুরোহিত করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছেন।  

ওই পুরোহিত নিজেও মাস্ক পরে পূজা করছেন, ভক্তদের অনুরোধ করেছেন দেবতার মূর্তি না ছুঁতে। কারণ দেবতা একবার সংক্রমিত হলে সব ভক্তই করোনায় আক্রান্ত হতে পারেন।

 

দেবতাকে মাস্ক পরানো প্রসঙ্গে ওই মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে বলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আমরা এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বাবা বিশ্বনাথের মুখেও মাস্ক পরিয়ে দিয়েছি।

ওই পুরোহিত বলেন, আমরা ভক্তদের এই ভাইরাসের বিস্তার রোধে মূর্তিগুলিকে স্পর্শ না করার অনুরোধ জানাচ্ছি। মানুষজন এসে ঠাকুরের মূর্তিকে ছুঁয়ে পূজা করলে এই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে এবং আরও বেশি লোকের শরীরে এই রোগ সংক্রামিত হবে।

দেখা গেছে, বারানসীর মন্দিরে যারা পূজা দিতে আসছেন তারাও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরে প্রার্থনা করছেন।  

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।