ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

মাঝ আকাশে প্লেনের ওপর একসঙ্গে তিন বজ্রপাতের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ১১, ২০২০
মাঝ আকাশে প্লেনের ওপর একসঙ্গে তিন বজ্রপাতের আঘাত এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

হিথরো এয়ারপোর্টগামী একটি প্লেন লন্ডনের আকাশে থাকা অবস্থায় ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে। এসময় প্লেনটির ওপর একইসঙ্গে তিনটি বজ্রপাত আঘাত হানে।

সম্প্রতি এ ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক প্রত্যক্ষদর্শীর সাত তলার অ্যাপার্টমেন্ট থেকে তোলা একটি ছবিতে ঘটনার ভয়াবহতা কিছুটা হলেও উপলব্ধি করা যায়।

প্লেনটিতে একইসঙ্গে তিনটি বজ্রপাত আঘাত হানে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে এ ধরনের আবহাওয়ার জন্য সহনীয় করেই নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুন ১১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।