ভবনে লাগা আগুন থেকে বাঁচতে পাঁচতলা ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে স্বাভাবিকভাবে হেঁটে চলে যেতে দেখা গেছে শিকাগোর একটি বিড়ালকে।
সিএনএন জানায়, একটি বহুতল ভবনে আগুন লাগলে শিকাগো ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চলাচ্ছিলেন।
এ পর্যায়ে বিড়ালটি সাহস নিয়ে নিচে ঘাসের উপর লাফিয়ে পড়ে এবং একটু বাউন্স খেয়ে স্বাভাবিকভাবে হেঁটে চলে যায়। স্বস্তি ফেরে উপস্থিত সবার মধ্যে। ভিডিও পরে টুইটারে পোস্ট করে ফায়ার সার্ভিস। তারা উল্লেখ করেছে এভাবে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়া ৬৫টির বেশি বিড়ালের মধ্যে বেঁচে যাওয়া এটি নবম বিড়াল।
বিড়ালের উপর থেকে লাফিয়ে পড়ার ক্ষমতা ও বেঁচে থাকা বিজ্ঞানীদের কাছে এখনো বিস্ময়।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ১৫, ২০২১
এএ
Nine lives for a cat that jumped from fire at 65th and Lowe. Cat hit grass bounced and walked away! pic.twitter.com/LRBsjMta2Z
— Chicago Fire Media (@CFDMedia) May 13, 2021