ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

অন্তর্বাস পরে বিমানে উঠতে পারলেন না মার্কিন তারকা 

অফবিট ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
অন্তর্বাস পরে বিমানে উঠতে পারলেন না মার্কিন তারকা  অলিভিয়া কুলপো

কালো কার্ডিগান, স্পোর্টস ব্রা ও বাইকার শর্টস পরে বিমানে উঠতে যাচ্ছিলেন সাবেক মিস ইউনিভার্স ও মার্কিন তারকা অলিভিয়া কুলপো। কিন্তু এতে আপত্তি জানায় আমেরিকান এয়ারলাইনস কোম্পানি।

তাই বাধ্য হয়ে ধূসর হুডি পরে নিজেকে ঢেকে নেন ২৯ বছর বয়সী এই তারকা। যাত্রার সঙ্গী ছিলেন তার বোন।  

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সান লুকাস আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ ধরনের ‘উদ্ভট কাণ্ডে’ বেশ অবাক হয়েছেন অলিভিয়া কুলপো। ‘আপত্তিকর’ এই ঘটনায় তিনি নিজেকে অসম্মানিত মনে করছেন।  

অলিভিয়া কুলপোর অভিযোগ, তার পোশাক নিয়ে আপত্তি তুলে শরীর ঢেকে প্লেনে উঠতে বলেছে এয়ারলাইনস কোম্পানিটি। যদিও তার চেয়ে স্বল্পবসনা নারী প্লেনে উঠলেও তাদের কোনো বাধা দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।